ডেস্ক রিপোর্ট:
সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে TS প্রোগ্রাম ও গণ ইফতার মাহফিল ১২ রমজান, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
২ নং কেশারপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক স্বপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার,সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠন ছাত্রশিবিরের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বহু কর্মী- সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনার শেষাংশে দেশ- জাতি এবং বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।