নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ খেলাফত মজলিস,সেনবাগ শাখার উদ্যোগে ১৮ মার্চ, ১৭ রমজান বাদ আসর উপজেলা মডেল মসজিদের হল রুমে বদরী সাহাবীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিসের সেনবাগ উপজেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান (বাহার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজি।
উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুয়াজ্জম হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা ছালা উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল ওয়াদুদ মিয়া, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজি,৬ নং ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
এছাড়াও আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে খেলাফত মজলিসের উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বহু কর্মী- সমর্থক উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বাহ্নে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিন উল্যাহ।