সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ বুধবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট সামছুদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন।
শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন এবং রতন মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সাবেক সভাপতি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ইউনুস পাটোয়ারী বাচ্চু, স্বাধীন বাংলা ট্রাভেলস স্বত্ত্বাধীকারী ইসমাইল হোসেন, ইটালী প্রবাসী সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী সেলিম মিয়া।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি, সেনবাগ উপজেলা শাখার সভাপতি এবং চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সাবেক কাস্টমস কর্মকর্তা আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী টিএন্ডটি আবুল কাশেম,মার্কেন্টাইল ব্যাংক কানকিরহাট শাখার ব্যবস্থাপক মহি উদ্দিন শামীম,বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ হানিফ, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাবেক সদস্য জামাল উদ্দিন পাটোয়ারী, ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে নৈপুণ্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আয়োজিত অভিভাবক সমাবেশে অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলী এবং উপস্থিত সকলে বিদ্যালয়টির পড়ালেখার মানোন্নয়নে একযোগে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।